কলকাতা, 10 নভেম্বর:টাকা জমানোর ক্ষেত্রে আজও অধিকাংশ ভারতীয়র কাছে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কিন্তু, দ্রুত সঞ্চয় বৃদ্ধির জন্য কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, সেটাও জানা জরুরি ৷ তাই, কম সময়ে বেশি সুদে সঞ্চয় তহবিল দ্রুত বাড়াতে চাইলে এই প্রতিবেদনের তথ্য আপনার জন্য সহায়ক হতে পারে ৷
ফিক্সড ডিপোজিটে এই 6 ব্যাঙ্ক দিচ্ছে 8.75% পর্যন্ত সুদ ! জানুন দ্রুত সঞ্চয় বৃদ্ধির ঠিকানা
দ্রুত সঞ্চয় বৃদ্ধির জন্য কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, তা জানা জরুরি ৷ চলুন এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
ফিক্সড ডিপোজিটে এই 6 ব্যাঙ্ক দিচ্ছে 8.75% পর্যন্ত সুদ (ইটিভি ভারত)
Published : Nov 10, 2024, 2:33 PM IST
আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন তবে আপনি ফিক্সড ডিপোজিটে 8.75 শতাংশ পর্যন্ত হারে সুদ পেতে পারেন । 3 কোটি টাকার কম এফডির (ফিক্সড ডিপোজিট) ক্ষেত্রে এই হারে সুদ দেওয়া হচ্ছে। চলুন এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
দেখে নিন কোন ব্যাঙ্ক স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে কত সুদ দিচ্ছে:
- জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের এক বছরের ফিক্সড ডিপোজিটে 8.75 শতাংশ হারে সুদ দিচ্ছে।
- উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এক বছরের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের 8.75 শতাংশ সুদ দিচ্ছে।
- ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: যদি একজন প্রবীণ নাগরিক ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে তাকে 8.6 শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
- উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের এক বছরের ফিক্সড ডিপোজিটে 8.6 শতাংশ হারে সুদ দিচ্ছে।
- সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এক বছরের ফিক্সড ডিপোজিট করা সমস্ত প্রবীণ নাগরিকদের 8.55 শতাংশ হারে সুদ দিচ্ছে।
- ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: যদি একজন প্রবীণ নাগরিক ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে তিনি এক বছরের এফডিতে 8.35 শতাংশ হারে সুদ পাবেন।