পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

প্রভিডেন্ট ফান্ডের টাকা কীভাবে, কতটা তোলা যাবে ATM থেকে ? - EPFO ATM WITHDRAWAL

নতুন বছরে ATM থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যাবে ৷ কিন্তু, তার পরিমাণ কী, বা কোন পদ্ধতিতে টাকা তুলতে হবে ? জেনে নিন...

EPFO ATM Withdrawal
প্রভিডেন্ট ফান্ড থেকে কীভাবে, কত টাকা তোলা যাবে ATM থেকে ? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: নতুন বছরে ATM থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-র ​​টাকা তোলার সুবিধা পাওয়া যাবে ৷ এর ফলে প্রায় 7 কোটি পিএফ অ্যাকাউন্টধারী উপকৃত হবেন ৷ সম্প্রতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের (Ministry of Labour and Employment) সচিব সুমিত্রা দাওরা এ কথা জানিয়েছেন ৷

প্রভিডেন্ট ফান্ডের টাকা সরাসরি ATM থেকে তোলার পদ্ধতি:

বর্তমানে EPFO ​​সদস্যদের আবেদনের পর টাকা পেতে 7 থেকে 10 দিন অপেক্ষা করতে হয়। আগামী বছরের শুরু থেকে, পিএফ অ্যাকাউন্টধারীরা ATM থেকে সরাসরি তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন। যেই পরিমাণ টাকা ATM থেকে তুলতে হবে, তার জন্য পিএফ অ্যাকাউন্টধারীদের আগে থেকে আবেদন করতে হবে। এর জন্য EPFO ​​ওয়েবসাইট (https://www.epfindia.gov.in) বা উমং অ্যাপের মাধ্যমে টাকা তোলার জন্য আবেদন করতে হবে। সূত্রের খবর, ATM থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য 'ডেডিকেটেড কার্ড' জারি করা হতে পারে। সুমিতা দাওরার মতে, এর জন্য হার্ডওয়্যার আপডেট করা হবে এবং এর পরে নতুন সিস্টেম চালু করা হতে পারে।

প্রভিডেন্ট ফান্ড থেকে কতটা টাকা তোলা যাবে ?

কর্মচারীরা শুধুমাত্র কিছু বিশেষ পরিস্থিতিতে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারবেন। সূত্রের খবর, এটিএম-এর মাধ্যমে কর্মচারীরা তাদের প্রভিডেন্ট ফান্ডে মোট জমা টাকার 50 শতাংশ তুলতে পারবেন।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের যে সদস্যদের গড় মাসিক বেতন 15 হাজার টাকার বেশি, তারা তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে 7 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। এছাড়াও, যাদের গড় মাসিক আয় 15,000 টাকার কম, তারা তাদের এটিএম থেকে 5.5 লাখ টাকা পর্যন্ত তোলার সুবিধা পেতে পারেন। তবে, এই বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন
এবার ATM থেকেই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা ! জেনে নিন পদ্ধতি
ইপিএফওর নিয়মে বদল ! পেনশনে এখন আরও বেশি টাকা পাওয়ার সুযোগ

ABOUT THE AUTHOR

...view details