নয়াদিল্লি, 7 জুন: সংবিধান সদনে (পুরনো সংসদ) ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সংসদীয় দলের বৈঠকে একে-অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন নরেন্দ্র মোদি ও তেলুগু সুপারস্টার পবন কল্যাণ ৷ এদিন মোদি ও তাঁর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন জনসেনার প্রতিষ্ঠাতা-সভাপতি তথা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার পবন কল্যাণ ৷ তাঁকে পালটা অভিনন্দন জানিয়েছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলা মোদি ৷ পবনকে তিনি 'আঁধি' অর্থাৎ ঝড়ের সঙ্গে তুলনা করেছেন ৷
অন্ধ্রপ্রদেশের লোকসভা ও বিধানসভা নির্বাচনে কল্যাণের জনসেনার পারফরম্যান্স তাক লাগানোর মতো ৷ তারই প্রেক্ষিতে শুক্রবার এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখার সময় তেলুগু সুপারস্টারকে 'ঝড়' হিসেবে বর্ণনা করেন নরেন্দ্র মোদি ৷ এদিনের নবনির্বাচিত হবু সাংসদদের নিয়ে এনডিএ বৈঠকে উপস্থিত ছিলেন পবন কল্যাণও ৷ তাঁর উদ্দেশে মোদি বলেন, "ইয়ে পবন না হ্যায় । আঁধি হ্যায় ।" যার বাংলা তর্জমা করলে হয়, ইনি পবন নয়, ইনি ঝড় ৷ কল্যাণের উদ্দেশে মোদির এই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের পিথাপুরম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন পবন কল্যাণ ৷
এদিকে, পবনও তাঁর বক্তব্য পেশ করার সময় নরেন্দ্র মোদি ও তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমরা মোদিজিকে 15 বছর ধরে এই দেশ শাসন করতে দেখতে চাই এবং সেটাই হচ্ছে । চন্দ্রবাবুজি, আপনার ভবিষ্যদ্বাণী সত্যি হল । মোদিজি, আপনি সত্যিই জাতিকে অনুপ্রাণিত করেন । আপনি যতদিন দেশের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন আমাদের দেশ কারও কাছে মাথা নত করবে না ৷"
তাঁর ফিল্মের মতোই পবন কল্যাণ নির্বাচনের সময় টিডিপি এবং বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিলেন ৷ পর্দার 'পাওয়ার স্টার' জগন মোহন রেড্ডিকে আটকানোর জন্য টিডিপি ও বিজেপিকে একত্রিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ৷ পিথাপুরমে কল্যাণের জয় ও তাঁর দলের পারফরম্যান্স অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে তাঁর অসাধারণ প্রত্যাবর্তনকে চিহ্নিত করে । দুই ডজন তেলুগু চলচ্চিত্রের তারকা এবার রাজনীতির ময়দানেও নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন ৷ 2019 সালে পরাজয়ের মুখ দেখতে হলেও, তাঁর দল জনসেনা এবং তিনি সাম্প্রতিক রাজ্য বিধানসভা নির্বাচনের দুরন্ত সাফল্যের মধ্যে দিয়ে কামব্যাক করেছেন ৷
এদিন এনডিএ সংসদীয় অধিবেশনে পবন কল্যাণ এবং চন্দ্রবাবু নাইডুর পাশাপাশি উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নীতীশ কুমার, একনাথ শিন্ডে, অজিত পাওয়ার, চিরাগ পাসোয়ান, জিতন রাম মাঁঝি এবং অনুপ্রিয়া প্যাটেল-সহ এনডিএ-এর প্রতিনিধিরা ৷