আনাকাপল্লি (অন্ধ্রপ্রদেশ), 20 অগস্ট: সিঙাড়া খেয়ে মৃত্যু হল আশ্রমের তিন ছাত্রের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায় কোটাভুরাতলা মণ্ডলের কৈলাসাপত্তনমে ৷ খাবারে বিষক্রিয়ার কারণে 35টিরও বেশি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে ৷ তাদের মধ্যে অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ হস্টেল ম্যানেজারের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ পুলিশ হস্টেলটি সিল করে দিয়ে ম্যানেজারকে আটক করেছে । তাঁর বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে ।
রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আশ্রমে দূষিত খাবার খেয়ে তিন ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেন ৷ পাশাপাশি তিনি এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন । মৃত ছাত্রের পরিবারপিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে । মুখ্যমন্ত্রী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । আশ্রমটি বন্ধ করে সরকার সেখানকার শিশুদের দায়িত্ব নেবে বলে জানা গিয়েছে ।