বালাসোর, 8 ফেব্রুয়ারি: ভোররাতে পথ দুর্ঘটনা ওড়িশায় ৷ ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷ সকলেই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার ভোররাতে ওড়িশার বালাসোর জেলার 60 নম্বর জাতীয় সড়কে নিধিপান্দা চকের কাছে একটি ডাম্পারের সঙ্গে পর্যটক বোঝাই বাসটির ধাক্কা লাগে ৷ তাতেই বাসটি রাস্তার ধারের জমিতে নেমে যায় ৷ তাতেই আহত হন বাসে থাকা 12 জন পর্যটক ৷
তথ্য অনুসারে জানা গিয়েছে, বাঁকুড়া থেকে পর্যটকরা জগন্নাথ দর্শনের জন্য পুরী এসেছিলেন । বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে । মাঝপথে বাসের টায়ার ফেটে যায় ৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ ফলে একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে নেমে যায় বাসটি ৷ যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ বাসে 60 জনেরও বেশি লোক ছিল ৷ তার মধ্যে 12 জন আহত হয়েছেন ৷