পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের - RG Kar Case in Supreme Court - RG KAR CASE IN SUPREME COURT

RG Kar Rape-Murder Case: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তবে জুনিয়র ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷

ETV BHARAT
জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 2:34 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আজ এই মামলার শুনানিতে শীর্ষ আদালত বলেছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ৷

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে বলেন, "তরুণ ডাক্তারদের অবশ্যই কাজে ফিরে যেতে হবে এবং তাঁদের রোগীদের দেখতে হবে... রাজ্য সরকার তাঁদের সুরক্ষা দেবে ৷" পুরুষ ও মহিলা উভয়ের জন্য শৌচালয়ের সুবিধা-সহ হাসপাতালে ডাক্তারদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

তবে এ প্রসঙ্গে শীর্ষ আদালত বলেছে, জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ না-দিলে, আদালত আর রাজ্য সরকারকে আটকাতে পারবে না, কাজে অনুপস্থিতির জন্য তখন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে রাজ্য । শীর্ষ আইনজীবী গীতা লুথরা আদালতের এই বক্তব্যের পর উল্লেখ করেন যে, ডাক্তাররা হুমকির সম্মুখীন হচ্ছেন ৷

এদিন শুনানির শুরুতে পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ আদালতকে বলে যে, আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলায় 23 জন রোগীর মৃত্যু হয়েছে ৷ শীর্ষ আইনজীবী কপিল সিবাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত হয়ে রাজ্যের স্বাস্থ্য বিভাগের দায়ের করা একটি স্টেটাস রিপোর্ট জমা দেন সুপ্রিম কোর্টে । তিনি বেঞ্চকে বলেন, "একটি স্টেটাস রিপোর্ট দাখিল করা হয়েছে । রাজ্যের স্বাস্থ্য বিভাগ একটি রিপোর্ট দাখিল করেছে । ডাক্তাররা ধর্মঘটে থাকায় 23 জন মারা গিয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details