পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাসে ধর্ষণ যুবতীকে, 72 ঘণ্টা পরও অধরা অভিযুক্ত - PUNE BUS RAPE CASE

পুলিশ সূত্রে খবর, পুলিশ অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছে ৷ তার খোঁজও চালানো হচ্ছে ৷

PUNE BUS RAPE CASE
পুনের বাসে ধর্ষণ যুবতীকে (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2025, 12:03 PM IST

Updated : Feb 27, 2025, 12:26 PM IST

পুনে, 27 ফেব্রুয়ারি:দিল্লির নির্ভয়া-কাণ্ডের ছায়া এবার পুনেতে ! ফের বাসে ধর্ষণের ঘটনা ঘটল ৷ 26 বছর বয়সি এক যুবতীকে সোয়ারগেট বাস স্টেশনে একটি বাসের মধ্যে ধর্ষণ করে এক যুবক ৷ সোমবার সকালে ধর্ষণের ঘটনা ঘটলেও এখনও অধরা অভিযুক্ত ৷

জানা গিয়েছে, সোমবার সকালে ধর্ষণের ঘটনাটি ঘটে সোয়ারগেট বাস স্টেশনে। ওই যুবতী পুনে থেকে ফলটন যাওয়ার জন্য বাস স্টেশনে এসেছিলেন। এ সময় অভিযুক্ত তাঁকে জোর করে বাসে তুলে নেয়। অভিযোগ, এরপর বাসেই তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি। ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনায় হকচকিয়ে যায় মেয়েটি ৷ পরে তাঁর চিৎকারে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ব্যাপারে সোয়ারগেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের পরিচয়ও শনাক্ত করেছে পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজে প্রাথমিকভাবে আটটি পুলিশের দল গঠন করা হয়েছিল ৷ পরে আরও পাঁচটি দল গঠন করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, পুলিশ অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছে ৷ অন্য একটি মামলায় 2019 সাল থেকে জামিনে মুক্ত ছিল অভিযুক্ত ৷ তার খোঁজও চালানো হচ্ছে ৷ যদিও তিনদিন কেটে গেলেও এখনও মূল অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ। পুনের ডেপুটি পুলিশ কমিশনার (জোন 2) স্মরতনা পাটিল বলেন, "পুলিশের মোট 13টি দল অভিযুক্তের খোঁজে মাঠে নেমেছে। তদন্তও চলছে। বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং আশেপাশের অন্যান্য জায়গাতেও পুলিশের টিম পাঠানো হয়েছে। আমরা অভিযুক্তের পরিবার এবং অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদেরও ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছি। অভিযুক্তের ভাইকে বুধবারের পর বৃহস্পতিবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ আমরা তার পরিবারকেও জিজ্ঞাসাবাদ করব।"

একই সঙ্গে তিনি এও বলেন, "অভিযুক্তকে ধরার জন্য 1 লক্ষ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে ৷ যেহেতু অভিযুক্তের মুখোশ ছিল, সিসিটিভির মাধ্যমে তার মুখ চেনা সহজ ছিল না ৷ আমরা শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করব।"

Last Updated : Feb 27, 2025, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details