নয়াদিল্লি, 17 এপ্রিল: দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, "অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী এই প্রজন্মের কাছে এক নতুন মাইফলকের মতো ৷ আশা ও অগ্রগতির এক নতুন যুগের সূচনার সঙ্গে শতাব্দী প্রাচীন ভক্তির পথ ৷ এই দিনটির জন্য কোটি কোটি ভারতীয় অপেক্ষা করছিলেন ৷"
দীর্ঘ অপেক্ষার পর 22 জানুয়ারি অযোধ্যার মন্দিরে ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা হয় ৷ সেই অনুষ্ঠানের পর বুধবার প্রথম রামনবমী উৎযাপিত হচ্ছে অযোধ্যার মন্দিরে ৷ কথিত আছে আজকের দিনে অযোধ্যার মাটিতেই জন্ম হয়েছিল শ্রী রামের ৷ মোদি জানান, বহু বছর ধরে দেশের জনগণের কঠোর পরিশ্রম ও ত্যাগের ফলে আজকের দিনে এই অনুষ্ঠান সম্ভব হচ্ছে । দেশবাসীকে সেকথা মনে করিয়ে তিনি বলেন, "প্রভু শ্রী রামের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকুক এবং আমাদের জীবনকে জ্ঞান ও সাহসে আলোকিত করে ন্যায় ও শান্তির দিকে পরিচালিত করুক ।" আজকের দিনের জন্য তিনি অভিভূত এবং কৃতজ্ঞ বলেও জানান মোদি ৷ কারণ, দেশের আর পাঁচজন মানুষের সঙ্গে শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য তাঁরও হয়েছিল ৷ সেদিনের স্মৃতিগুলো তাঁর মনের মধ্যে ছবির মতো স্পষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী ৷