ভুবনেশ্বর, 23 সেপ্টেম্বর:থানায় সেনা জওয়ানের বান্ধবীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ ৷ এবার সেই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকে সেই নির্দেশনামা প্রকাশ করা হয়েছে ৷
সেখানে বলা হয়েছে, বিচারপতি চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে এই তদন্ত করা হবে ৷ আগামী দু'মাসের মধ্যে সেই তদন্ত রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করা হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে ৷
পোস্টে লেখা, "মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ ভরতপুর থানার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন । বিচারক চিত্তরঞ্জন দাস এই তদন্ত করবেন । কমিশনকে 60 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।"
পোস্টে আরও লেখা রয়েছে, "পাশাপাশি, ঘটনায় ফৌজদারি মামলার দ্রুত বিচারের জন্য হাইকোর্টকেও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনও রকম ফাঁক রাখতে নারাজ মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে, দেশের সেনা বাহিনীর প্রতিও যথেষ্ট শ্রদ্ধাশীল তিনি ৷"
গত 15 সেপ্টেম্বর ভুবনেশ্বরের ভরতপুর থানায় তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন এক সেনা আধিকারিকের বান্ধবী ৷ শুধু তাই নয় ৷ তাঁর সঙ্গে থানারই একটি ঘরে যৌন হেনস্থা করা হয় বলেও এক পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি ৷
সেই ঘটনা প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায় ৷ বরখাস্ত করা হয় অভিযুক্ত 5 পুলিশ কর্মীকে ৷ ঘটনায় গ্রেফতার করা হয় মোট 7 জনকে ৷ রবিবার তাঁদের সকলের জামিন মঞ্জুর করে জেলা আদালত ৷
মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত তথ্য়ে এই প্রসঙ্গে বলা হয়, "মহিলাদের সম্মান রক্ষার্থে রাজ্য সরকার চিন্তিত ৷ তাই এই ঘটনায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে ৷ অভিযুক্ত পুলিশ কর্মীদের ইতিমধ্য়েই বরখাস্ত করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে ৷ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার ৷" ভুবনেশ্বরের অতিরিক্ত ডিএসপি কৃষ্ণা প্রসাদ দাশ জানান, এই ঘটনায় একাধিক মামলা রুজু করেছেন নির্যাতিতা ও তাঁর বন্ধু ৷