বেঙ্গালুরু, 27 সেপ্টেম্বর: জমি দুর্নীতি মামলায় মামলায় বিপাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ লোকায়ুক্ত পুলিশ শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA) সাইট বরাদ্দ মামলায় এফআইআর দায়ের করেছে।
গত বুধবার, বিশেষ আদালত জমি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে লোকায়ুক্ত পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিল। এর আগে, কর্ণাটক হাইকোর্টও তাঁর স্ত্রী বিএম পার্বতীকে প্রায় 14টি জায়গা বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্ত করার জন্য রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত যে অনুমোদন দিয়েছিল তাই বহাল রাখে ৷
বিশেষ আদালত, বুধবার আদেশে জানিয়েছে, সিআরপিসি ধারা 156 (3)-এর অধীনে আরটিআই কর্মী স্নেহাময়ী কৃষ্ণের দায়ের করা অভিযোগের ভিত্তিতে লোকায়ুক্তকে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ অপরাধের অভিযোগে তদন্তের অনুমতিও দিয়েছে আদালত। বিশেষ আদালত পুলিশকে 24 ডিসেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, এর আগে হাইকোর্টে দুর্নীতি প্রতিরোধ আইন, 1988-এর ধারা 17A-এর অধীনে তদন্ত অনুমোদনের যে আদেশ দিয়েছিল রাজ্যপাল 16 অগস্ট তার বৈধতাকে চ্যালেঞ্জ করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ সেই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট।
MUDA-র সাইট বরাদ্দের মামলাটি মইসুরুতে সিদ্দারামাইয়ার স্ত্রীয়ের সাইট বরাদ্দের সঙ্গে সম্পর্কিত ৷ এর বিনিময়ে MUDA দ্বারা অধিগ্রহণ করা তার জমির তুলনায় অনেক বেশি সম্পত্তির মূল্য ছিল। MUDA-র প্লটগুলি পার্বতীকে তার 3.16 একর জমির পরিবর্তে 50:50 অনুপাতের স্কিমের অধীনে বরাদ্দ করা হয়েছিল। মইসুরু তালুকের কাসাবা হোবলির কাসারে গ্রামে 464 নম্বর সমীক্ষায় অবস্থিত 3.16 একর জমিতে পার্বতীর কোনও আইনি অধিকার ছিল না বলে অভিযোগ।