মুম্বই, 10 মার্চ:বিশ্বসুন্দরীর খেতাব জিতে নিলেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্তিনা পিসকোসকা ৷ শনিবার মুম্বইয়ে মিস ওয়ার্ল্ড 2024 ইভেন্ট অনুষ্ঠিত হয় ৷ ক্রিস্তিনার আগে 2006 সালে চেক প্রজাতন্ত্রের তাতানা কুচারোভা বিশ্বসুন্দরীর শিরোপা পেয়েছেন ৷ ভারতের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিনি শেট্টি ৷ শিরোপা জিততে না-পারলেও প্রথম আটে স্থান পেয়েছেন তিনি ৷
2023 মিস ওয়ার্ল্ড পোলান্ডের ক্যারোলিনা বিলাওয়াস্কা শনিবার তারকাখচিত সন্ধ্যায় ক্রিস্তিনাকে বিশ্বসুন্দরীর মুকুট পরিয়ে দেন ৷ ক্রিস্তিনা পিসকোসকা চেক প্রজাতন্ত্রের একজন মডেল ৷ এছাড়া তিনি আইন এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও পড়াশোনা করছেন ৷
মডেলিংয়ের পাশাপাশি সামাজিক কাজকর্মেও জড়িত বিশ্বসুন্দরী ক্রিস্তিনা ৷ তিনি ক্রিস্তিনা পিসকোসকা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন ৷ একাধিক ভাষাতেও পারদর্শী তিনি ৷ ঝরঝরে ইংরেজির সঙ্গে পোলিশ, স্লোভাক এবং জার্মান ভাষাও বলতে পারেন ক্রিস্তিনা ৷ আবার লেখাপড়ার মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য আইনি লড়াইও লড়েন ৷
মিস ওয়ার্ল্ড ওয়েসবসাইটে তাঁর প্রোফাইলে লেখা রয়েছে, তিনি তানজানিয়ার প্রত্যন্ত এলাকার দুঃস্থ শিশুদের জন্য একটি ইংরেজি মাধ্যম স্কুল উদ্বোধন করেন ৷ সেটাই তাঁর জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত ৷ এইসব কাজের মাঝেই বাঁশি আর বেহালা বাজাতেও ভালোবাসেন ক্রিস্তিনা ৷ 9 বছর ধরে তিনি একটি আর্ট অ্যাকাডেমিতে এই বিষয়ে পড়াশোনাও করেছেন ৷
28 বছর পর ভারতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হল ৷ ভারতের হয়ে 22 বছর বয়সি সিনি শেট্টি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৷ মুম্বইয়ে জন্মগ্রহণ করেছেন শেট্টি ৷ 2022 সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব জেতেন ৷ এযাবৎ ভারতের ছয় সুন্দরী বিশ্বসুন্দরীর মুকুট পরেছেন ৷ 1966 সালে রিটা ফারিয়া পাওয়েল, 1994 সালে ঐশ্বর্য রাই বচ্চন, 1997 সালে ডায়ানা হেডেন, 1999 সালে যুক্তা মুখী, 2000 সালে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং 2017 সালে মানুষী চিল্লার মিস ওয়ার্ল্ড হয়েছেন ৷
আরও পড়ুন:
- 'জম্মু-কাশ্মীরের সৌন্দর্য আমায় অবাক করেছে', মন্তব্য মিস ওয়ার্ল্ড ক্যারোলিনার
- 'কেরিয়ার তৈরিতে প্রয়োজন চ্যালেঞ্জিং ক্যারেক্টর', 'হীরামান্ডি' নিয়ে খুশি সোনাক্ষী