পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জঙ্গি দমনে সেনার জন্য 'আত্মঘাতী' ড্রোন বানাল আইআইটি কানপুর, জানুন বিশেষত্ব

ড্রোনটি 180 কিলোমিটার পর্যন্ত গতিতে উড়বে । কয়েক মিনিটের মধ্যে ঘাঁটিতে ঢুকে ধ্বংস করবে জঙ্গিদের ৷ এরপরও ড্রোনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর হাতে ।

kamikaze drone
কামিকাজে ড্রোন বানাল আইআইটি কানপুর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 1:16 PM IST

কানপুর, 12 নভেম্বর: স্বনির্ভর ভারতের লক্ষ্যকে বাস্তবায়িত করতে অত্যাধুনিক মানের ড্রোন তৈরি করে তাক লাগাল আইআইটি কানপুর ৷ ভারতীয় সেনাবাহিনীর জন্যই এই বিশেষ ধরনের দেশীয় ড্রোন তৈরি করেছেন আইআইটির বিশেষজ্ঞরা । এর নাম দেওয়া হয়েছে, কামিকাজে ড্রোন ।

ঘাঁটিতে ঢুকে ধ্বংস করবে জঙ্গিদের:আইআইটি কানপুরের তরফে জানা গিয়েছে, এই ড্রোনের সাহায্যে সেনারা জঙ্গি ঘাঁটি, ট্যাঙ্ক, অন্যান্য অস্ত্র এবং শত্রুদের সনাক্ত করতে পারবে ৷ একইসঙ্গে কয়েক মিনিটের মধ্যে তাদের ধ্বংস করতে সক্ষম হবে । আইআইটি কানপুরের ল্যাবে ড্রোনের পরীক্ষা সফল হয়েছে । সেনাবাহিনী যদি এই ড্রোন ব্যবহার করতে প্রস্তুত থাকে, তাহলে আগামী 6 থেকে 8 মাসের মধ্যে এই কামিকাজে ড্রোনের ট্রায়ালও শেষ হবে ।

জঙ্গি দমনে সাহায্য করবে এই ড্রোন (ইটিভি ভারত)

দুই কিলোগ্রাম পর্যন্ত ড্রোনের ওজন বহন ক্ষমতা: প্রায় আড়াই বছরের গবেষণা কাজের পর আইআইটি কানপুরের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে সেনাবাহিনীর কথা মাথায় রেখে এই কামিকাজে ড্রোনটি তৈরি করা হয়েছে । এ বিষয়ে আইআইটি কানপুরের সিনিয়র অধ্যাপক সুব্রহ্মণ্যম সেডরেলা বলেন, "ড্রোনটি 2 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে । ড্রোনটির গতিবেগ হবে ঘণ্টায় 35 থেকে 40 কিলোমিটার । সেই গতিবেগ বাড়িয়ে প্রতি ঘণ্টায় 180 কিলোমিটার পর্যন্ত করা যেতে পারে । এখনও পর্যন্ত সেনাবাহিনীর কাছে এমন কোনও ড্রোন নেই । এই ড্রোনটির সর্বনিম্ন পরিসীমা 100 কিলোমিটার পর্যন্ত । গতি বাড়ানো হলে এই পরিসরও বাড়বে ।"

সেনার জন্য তৈরি করা হয়েছে কামিকাজে ড্রোন (ইটিভি ভারত)

ড্রোনের মাধ্যমে 1500 কোটি টাকার ব্যবসা: ড্রোনের খরচ সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক সুব্রহ্মণ্যম সেডরেলা বলেন, "একটি ড্রোনের দাম লক্ষ লক্ষ টাকা পর্যন্ত হয় । তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই ড্রোনের মাধ্যমে আগামী 5 বছরে 1500 কোটি টাকা পর্যন্ত ব্যবসা করব । বর্তমানে একটি নির্দিষ্ট খরচ এখনও নির্ধারণ করা হয়নি ৷"

কানপুরের ল্যাবে ড্রোনের পরীক্ষা সফল হয়েছে (ইটিভি ভারত)

তাঁর দাবি, "এই ড্রোনটি সুইসাইড ড্রোন হিসেবেও কাজ করবে । শত্রুকে ধ্বংস করার পর এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর হাতে । পরে সহজেই ড্রোনটিকে নষ্ট করতে পারবে সেনা ।"

ড্রোনটির বিশেষত্ব: এটিতে চার্জ দেওয়া যাবে । একবার চার্জ দিলে ড্রোনটি 3 থেকে 4 ঘণ্টা একটানা ব্যবহার করা যেতে পারে । ড্রোনটিতে ইনফ্রারেড সেন্সর এবং জিপিএসের মতো অনেক আধুনিক বৈশিষ্ট্য থাকবে । এই ড্রোন শত্রুকে অনেক আগেই চিহ্নিত করে তার সঠিক অবস্থান বলে দেবে । ড্রোন ব্যবহারের সময় কোনও ধরনের শব্দ হবে না । ড্রোন থেকেও ছবি এবং ভিডিয়ো পাওয়া যাবে । কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজে এসে এই ড্রোনটি দেখে গিয়েছেন ।

ড্রোনের ট্রায়ালও কয়েকমাসের মধ্যে শেষ হবে (ইটিভি ভারত)

ABOUT THE AUTHOR

...view details