নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: এজেন্সি দিয়ে বিরোধীদল এবং বিরোধীদের সরকার ভাঙার কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ! আর এই কাণ্ডের সঙ্গে আরএসএস কি একমত ? এমনই প্রশ্ন তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ রবিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এও প্রশ্ন করেন, আদবানি অবসর নিতে পারলে মোদি নন কেন ?
দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর যন্তর মন্তরে তাঁর প্রথম 'জনতা কি আদালত' জনসভা থেকে কেজরিওয়াল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে পাঁচটি প্রশ্ন করেন ৷ যার মধ্যে রয়েছে বয়স-বিতর্কের বিষয়টিও। কেজরি জানতে চান, আদবানিকে বয়সের কারণে রাজনীতি থেকে অবসর নিতে হয়েছে। সেই নীতি কি মোদির ক্ষেত্রেও প্রযোজ্য ?
এছাড়া কোনও নেতা দুর্নীতিতে জড়িয়ে আছেন জানার পরও তাঁকে বিজেপিতে নেওয়া হচ্ছে। এই রাজনীতির সঙ্গে ভগবত সহমত কিনা সেটাও জানতে চান কেজরিওয়াল। বিজেপি সভাপতি জেপি নাড্ডা লোকসভা নির্বাচনের আগে দাবি করেন, বিজেপি নিজেই নিজের কাজ করতে সক্ষম। আরএসএসের নিজের কাজ করে ! এই প্রসঙ্গে ভাগবত কী ভাবছেন তাও জানতে চান কেজরি।