পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শেষ বাউটে বাজিমাত ভিনেশের, হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়ী কংগ্রেস নেত্রী

বাজিমাত করলেন ভিনেশ ৷ কুস্তির আখড়ার মতো ভোটের ময়দানেও হাড্ডাহাড্ডি লড়াই করে জয় তুলে নিলেন তিনি ৷ বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে ধরাশায়ী করেছেন কুস্তিগীর ৷

Vinesh Phogat wins
জয়ী ভিনেশ ফোগট (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 12:57 PM IST

Updated : Oct 8, 2024, 4:00 PM IST

চণ্ডীগড়, 8 অক্টোবর: প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জয়ী হলেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ দিনের শুরুতে মনে হয়েছিল বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী হরিয়ানায় সরকার গড়বে কংগ্রেস ৷ তবে বেলা বাড়তেই ছবিটা বদলে যায় ৷ 90টি আসনের এই রাজ্যে এগিয়ে রয়েছে বিজেপি ৷

এরই মধ্যে জুলানা বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন কংগ্রেসের ভিনেশ ৷ তাঁর বিপরীতে বিজেপির যোগেশ কুমারকে ধরায়াশী করলেন অলিম্পিকে ওজনের জন্য পদক হারানো কুস্তিগীর ৷ জুলানা কেন্দ্রের 70 শতাংশ জাঠ সম্প্রদায়ের ৷ ওবিসি ও ব্রাহ্মণ মিলিয়ে প্রায় 50 হাজার মানুষের বাস এখানে ৷

জাঠ অধ্যুষিত এই জুলানা আসনে 12 জন প্রার্থী ৷ কংগ্রেস প্রার্থী ভিনেশের বিরুদ্ধে বিজেপি প্রার্থী যোগেশ বৈরাগী এয়ার ইন্ডিয়ার পাইলট ৷ তিনি ওবিসি সম্প্রদায়ের ৷ এছাড়া আম আদমি পার্টির তরফে প্রার্থী হয়েছেন আরেক মহিলা কুস্তিগীর কবিতা দালাল ৷ তিনি লেডি খালি নামেই পরিচিত ৷

ভিনেশ তাঁর জয় সম্পর্কে বলেন, "এখন যখন রাজনীতিতে চলে এসেছি, তখন তো এটা করতেই হবে ৷ মানুষ আমায় ভালোবেসেছে ৷ আমাকেও মাঠে নেমে তাদের জন্য কাজ করতে হবে ৷ আমি কুস্তি আর রাজনীতি দু'টি একসঙ্গে চালিয়ে যেতে পারব না ৷"

জুলানা ছাড়া নুহ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আফতাব আহমেদ প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের তাহির হুসেনকে 46 হাজার 963 ভোটে পরাজিত করেছেন ৷ দুপুর 3.30টেয় পাওয়া খবর অনুযায়ী 39 টি বিধানসভায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ 20টিতে কংগ্রেস ৷ বিজেপি জয়ী হয়েছে 11টি আসনে, কংগ্রেস 14টিতে ৷ 2024 সালের বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য বিদায়ী মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি জয়ী হয়েছেন ৷ জিতেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা ৷

যদিও প্রবীণ বিজেপি নেতা অনিল ভিজ, আইএনএলডি-এর অভয় সিং চৌতালা এবং জেজেপি-র দুষ্যন্ত চৌতালা পিছিয়ে রয়েছেন বলে খবর ৷ লাডওয়া কেন্দ্রের প্রার্থী মুখ্যমন্ত্রী সাইনি প্রায় 13 হাজার ভোটে এগিয়ে রয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী মেওয়া সিং পিছিয়ে রয়েছেন ৷

Last Updated : Oct 8, 2024, 4:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details