মরিগাঁও (অসম), 27 ফেব্রুয়ারি:রাত তখন 2.25, কেঁপে উঠল বাংলার প্রতিবেশী রাজ্য অসম ৷ বুধবার রাতে ভূমিকম্পে রিখটার স্কেলে মাত্রা ছিল 5.0 ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গভীর রাতে হওয়া ভূকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলা ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল 16 কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।
গত 10 দিনে দেশের পাঁচটি জায়গা কেঁপে উঠল ভূমিকম্পে ৷ 25 ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠেছিল বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল ৷ রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 5.1 ৷ গত মঙ্গলবার ভোরে কম্পন অনুভূত হয় কলকাতা, বাংলাদেশ ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে ৷
এর আগে গত 17 ফেব্রুয়ারি ভোর পৌনে ছ'টা নাগাদ রাজধানী দিল্লিতে ভূকম্পন হয়েছিল ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, রিখটার স্কেলে এই ভূকম্পের মাত্রা ছিল 4.0 ৷ সেদিনই সকাল আটটা নাগাদ কেঁপে উঠেছিল বিহার ৷ এক্ষেত্রেও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.0 ৷
আর আজ অসমের মরিগাঁও জেলায় ভূমিকম্প অনুভূত হয় ৷ গভীর রাতে ভূমিকম্প গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় অনুভূত হয় কম্পন ৷ সবাই তখন ঘুমোচ্ছিলেন ৷ এ নিয়ে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্সে পোস্ট করে জানিয়েছে, "রাত 2.25 নাগাদ অসমে 26.28 উত্তর অক্ষাংশ এবং 92.24 পূর্ব দ্রাঘিমাংশে 5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার গভীরতা 16 কিমি।"
উল্লেখ্য, অসম রাজ্য ভূমিকম্পপ্রবণ ৷ এখানে ঘন ঘন ভূকম্পন অনুভূত হয়। তবে আজ, বৃহস্পতিবারের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।