মেষ:প্রিয়তমকে মুগ্ধ করার জন্য আজ আপনি নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে বেরিয়ে কাজ করবেন । এতে যে শুধু আপনার আত্মবিশ্বাস বাড়বে তা নয়, প্রেমের সম্পর্কও মজবুত হবে । আর্থিক ক্ষেত্রে দিনটি বেশ ভালো কাটবে ৷ শেয়ার বাজারে কিংবা ফাটকা লেনদেন নিয়ে নিরাপদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন । আপনার স্বতঃস্ফূর্ত স্বভাব সৃজনশীলতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে । ধীরস্থির স্বভাব চরিত্রের জন্য আপনার কাজের গতি কিছুটা হলেও কমতে পারে ৷
বৃষ: জীবনসঙ্গীর সঙ্গে ভুলবোঝাবুঝি কমিয়ে, মানিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ এরফলে আপনার প্রেমের সম্পর্ক দৃঢ় হয়ে উঠবে ৷ জীবনসঙ্গীর কাছে বিশ্বাস ও সহানুভূতি পুনরায় অর্জনের জন্য পরিশ্রম করতে হতে পারে ৷ আর্থিক দিক থেকে আপনার দিনটি মোটামুটি কাটতে পারে ৷ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আপনাকে পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে হতে পারে ৷ আজ আপনি তুচ্ছ চিন্তাভাবনা করে সময় নষ্ট করবেন না ৷ ঘনিষ্ঠজনের সান্নিধ্যে দিনের শেষার্ধ্ব আপনার ভালোই কাটতে পারে ৷
মিথুন: অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য নতুন ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিংবা চাকরি পালটে নতুন চাকরি গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ আজ দিনটি আপনার জন্য খুব একটা শুভ নয় ৷ কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনে আজ আপনি ব্যস্ত থাকবেন ৷ কিন্তু কী বলবেন বা লিখবেন তা নিয়ে সতর্ক থাকুন ৷ যে কোনও মুহূর্তে কর্মকর্তা আপনার কথায় অসন্তুষ্ট হতে পারেন । সেদিকে নজর দিতে আপনাকে নিশ্চিত ও স্পষ্ট যুক্তি তৈরি করতে হতে পারে । আপনার বাস্তব জ্ঞান যাচাই করতে পারেন কর্মকর্তারা ।
কর্কট: আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাবেন ৷ যা আপনার প্রেমের সম্পর্ককে পুনরুজ্জীবিত করে তুলবে ৷ আজ আপনি প্রিয়জনকে সময় দেবেন ৷ ঘর সাজানো, রান্না করা, গাছে জল দেওয়া কিংবা ভালো সিনেমা দেখতে পারেন ৷ পরিবারের সদস্যদের থেকে আজ আর্থিক উপার্জন হওয়ার সম্ভাবনা প্রবল ৷ এছাড়া অতীতের বিনিয়োগ থেকে ভালো মুনাফা আসতে পারে ৷ আর্থিক সচ্ছলতার কারণে আপনার বাসনাকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ আজ কর্মক্ষেত্রে নতুন করে কোনও সমস্যার উদয় হবে না ৷ সবমিলিয়ে আজ দিনটি বেশ ভালোই কাটবে ৷
সিংহ: আজ আপনার মাথায় কেনাকাটার চিন্তা ঘুরবে ৷ প্রিয়তমের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত থাকবেন । আপনার ভাবমূর্তি উন্নত করার জন্যও অর্থ ব্যয় করবেন । বস্তুগত স্বাচ্ছন্দ্যের জন্য অকারণ খরচ করার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ৷ সংকটকালের জন্য কিছু টাকা আলাদা করে সঞ্চয় করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ কর্মক্ষেত্রে আজ আপনি খুবই উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত থাকবেন । কর্মক্ষেত্রে কাজের চাপ নিয়ন্ত্রণের জন্য দক্ষতাগুলি কৌশলগতভাবে ব্যবহার করুন ৷ তাতে সাফল্য মিলতে পারে ৷
কন্যা: প্রিয়তমের কারণে ঈর্ষান্বিত হতে বারণ করা হচ্ছে ৷ এতে মতবিরোধের সম্ভাবনা প্রবল ৷ জীবনসঙ্গীর উপর কোনও বোঝা চাপিয়ে দেবেন না ৷ তাঁর চাওয়া পাওয়াগুলিকে গুরুত্ব দিন ৷ প্রিয়জনের সঙ্গে ঘটে যাওয়া মনোমালিন্য মেটাতে আপনাকে আর্থিক ব্যয় করতে হতে পারে ৷ বেশ কিছু সময়ও দিতে হতে পারে ৷ আয় বুঝে ব্যয়ের পরামর্শ দেওয়া হচ্ছে ৷ কঠোর পরিশ্রমের ফল পেতে সময় লাগতে পারে ৷