পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Cycle Tour of Save Environment : ভারত ভ্রমণে বেরিয়ে আটমাস পর ঘরে ফিরলেন সাইকেল ম্যান জোজো - Cycle Tour of Save Environment

By

Published : Apr 9, 2022, 3:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

সাইকেলে ভারত ভ্রমণে বেরিয়ে আটমাস পর শনিবার ঘরে ফিরলেন লালগোলার ‘সাইকেল ম্যান’ প্রসেনজিৎ কুমার (Cycle Tour of Save Environment) । এদিন ঘরে ফিরতেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হয় তাঁকে। 2021 সালের 25 অগাষ্ট বিশ্বশান্তি ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে লালগোলা থেকে সাইকেলে করে দেশ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রসেনজিৎ ওরফে জোজো । লালগোলার মানুষ তাঁকে চেনেন জোজো নামে। মুর্শিদাবাদ থেকে যাত্রা শুরু করে কন্যাকুমারী থেকে কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ, দিল্লি, মুম্বই, রাজস্থান, কেরালা, কর্নাটক-সহ একাধিক রাজ্যে ঘুরে অবশেষে ঘরে ফিরলেন ঘরের ছেলে। সব রাজ্যই তাঁর এই অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details