Srijit Mukherji New Film : সাদা কালো প্রেম বানালেন সৃজিত, সামনে এল এক্স=প্রেম-এর গান - সাদা কালো প্রেম বানালেন সৃজিত সামনে এল X ইকুয়াল টু PREM এর গান
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সাদা কালো বাংলা ছবি এক্স=প্রেম প্রেক্ষাগৃহ মুক্তি পাবে ১৩ মে (Srijit Mukherji New Film Song Release)। এবার সামনে এল ছবির গান। ছবিতে রয়েছে মোট ছ'টি গান। যার মধ্যে একটি গান লিখেছেন সৃজিত স্বয়ং । এই ছবির মাধ্যমে প্রেম আর ভালোবাসার মধ্যে মানুষ পার্থক্য খুঁজে পাবে বলে বিশ্বাসী পরিচালক । এবার ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক এবং অন্য়ান্য় কলাকুশলীরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST