Cold Storage Without Electricity : পানাগড়ে আলু মজুত করতে পরিকাঠামোহীন হিমঘর খোলার অভিযোগ - Cold Storage Without Electricity
পরিকাঠামোহীন হিমঘরে পড়ে কৃষকদের বস্তা বস্তা আলু ৷ বিদ্যুৎ সমস্যার জেরে গরমের মধ্যে গুদামবন্দি হয়ে রয়েছে বহু কুইন্টাল আলু (Without Electricity Cold Storage has Open in Panagarh to Store Potatoes) ৷ দুর্গাপুরের পানাগড় এলাকার ঘটনায় ক্ষুব্ধ আলু চাষীরা ৷ অভিযোগ, কয়েকদিন আগে মাইকিং করে জানানো হয়, পানাগড়ের বুদবুদের কাছে রণ্ডিয়া মানা এলাকায় জাতীয় সড়কের ধারে দীর্ঘদিনের বন্ধ থাকা হিমঘর ফের চালু করা হচ্ছে ৷ সেখানে কৃষকরা আলু রাখতে পারবেন ৷ সেই মতো কৃষকরা তাঁদের চাষের আলু হিমঘরে মজুত করে ৷ কিন্তু, অভিযোগ উঠেছে, হিমঘরের ভিতরে অস্বাভাবিক গরম ৷ ভিতরে নামমাত্র ঠান্ডা নেই ৷ গরমের মধ্যেই আলু মজুত করে রাখা হয়েছে কৃষকদের আলু ৷ হিমঘরের বিদ্যুৎ সংযোগই ঠিক নেই বলে অভিযোগ ৷ এই পরিস্থিতিতে আলু পঁচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগে তদন্তের দাবি জানানো হয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST