Dev And Others On Tonic : পরাণদার জন্য টিভিতে দেখতে হবে 'টনিক', বললেন দেব - Actors Share Their Thoughts Tonic
রবিবারের দুপুরে বাংলা টেলিভিশনের পর্দায় দেখানো হবে অভিজিৎ সেন পরিচালিত নতুন ছবি 'টনিক'। দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়ের ধুন্ধুমার অভিনয়ে বক্স অফিস কাঁপিয়েছে এই ছবি । অনেকেই অবশ্য দেখে উঠতে পারেননি হলে গিয়ে । তাই এবার টেলিভিশন প্রিমিয়ারে ঘরে বসেই সেই সুযোগ পাবেন দর্শকরা ৷ ছবিতে অভিনয় করছেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু-সহ আরও অনেকে । এই ছবিতে অসামান্য অভিনয়ের জন্য ইতিমধ্যেই 'ফিল্ম ফেয়ার ২০২১'-এ পুরস্কৃত হয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বড়পর্দার সেরা নবীন পরিচালক হিসেবে এই ছবির জন্য অভিজিৎ সেন পেয়েছেন পুরস্কার। ছবি ঘিরে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলেন পরিচালক থেকে অভিনেতা সকলেই (Actors Share Their Thoughts Tonic)। আর দেব বললেন, পরাণদার জন্য টিভিতে দেখতে হবে 'টনিক' ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST