পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

SMC Election Result 2022 : শিলিগুড়িতে ফুটবে ঘাসফুল ? অস্তিত্বের লড়াই বামেদের - শিলিগুড়ি কলেজে শুরু শিলিগুড়ি পৌরনিগমের ভোটগণনা

By

Published : Feb 14, 2022, 9:11 AM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

শুরু হয়ে গেল শিলিগুড়ি পৌরনিগমের ভোটগণনা । ফলে তৎপরতা তুঙ্গে শিলিগুড়ি কলেজে । 47টি ওয়ার্ডের মোট 231 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ । প্রত্যেক কাউন্টিং হলে সিসিক্যামেরা থাকবে, কোনওরকম ওয়েব কাস্টিং হবে না । ইডি ভোট কাউন্টিং হল নিয়ে মোট 14টি ঘরের 92টি টেবিলে 184 জন সরাসরি কাউন্টিং এর সঙ্গে যুক্ত থাকবেন । দেখার বিষয়, এবারও কি নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে বামেরা ? কারণ অস্তিত্বে টিকে থাকতে গেলে শিলিগুড়ি পৌরনিগমের ক্ষমতা ধরে রাখাটাই এখন বামেদের জন্য অত্যাবশকীয় । নাকি এবার শিলিগুড়ি পৌরনিগমের সিংহাসনে বসবে তৃণমূল কংগ্রেস । লড়াইয়ে রয়েছে গেরুয়া শিবিরও । এখন দেখার পৌরনিগমের ক্ষমতায় কে বসে (Siliguri Municipal Corporation Election 2022) ?
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details