Video of Kangaroo Rescued From Gajoldoba : গজলডোবা থেকে উদ্ধার হয় দুটি ক্যাঙারু, সামনে এল সেই রাতের ভিডিয়ো - শুক্রবার গজলডোবা থেকে উদ্ধার হয় দুটি ক্যাঙারু, সামনে এল সেই রাতের ভিডিয়ো
গত শুক্রবার মালবাজার থেকে গজোলডোবা যাওয়ার ক্যানেল রোডে একটি স্করপিও গাড়ি থেকে দুটি ক্যাঙারু উদ্ধার করেন বনকর্মীরা (Kangaroo Rescued in Gajoldoba) ৷ বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরদের তৎপরতায় সেদিন উদ্ধার করা সম্ভব হয় ক্যাঙারু দুটিকে ৷ বনকর্মীদের অনুমান, পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল কাঙারুদুটিকে ৷ রবিবার সামনে এসেছে সেইদিন রাতের ঘটনাস্থলের ভিডিয়ো ৷ দেখুন ভাইরাল সেই ভিডিয়ো ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST