পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 10, 2022, 5:20 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ETV Bharat / videos

Bengal Civic Polls 2022 : দিনহাটা পৌরসভা তৃণমূলের দখলে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পৌরসভার (Dinhata Municipality Election 2022) বোর্ড দখল করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এই পৌরসভায় মোট আসন 16টি ৷ এরমধ্যে 7টি আসনে তৃণমূল বাদে আর কোনও দল প্রার্থী দেয়নি ৷ বাকি 9টি আসনে বিজেপি প্রার্থী থাকলেও বুধবার মনোনয়নপত্র পরীক্ষা করার সময় 6 জনের মনোনয়নে ভুল ধরা পড়ে ৷ সেগুলিতে বাতিল করে দেয় নির্বাচন কমিশন৷ ফলে সেগুলিতেও জয় হয় তৃণমূল প্রার্থীদের ৷ এর ফলে 16 আসনের এই পৌরসভায় মোট 13টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল ৷ ফলে তৃণমূলের দখলেই গেল এই পৌরসভা ৷ বাকি তিন আসনে আগামী 27 ফেব্রুয়ারি এখানে ভোট হওয়ার কথা ছিল ৷ কিন্তু বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় সন্ত্রাসের অভিযোগ তুলে জানিয়েছেন, তাঁরা এই ভোট বয়কট করছেন ৷ ফলে তাই বাকি 3 আসনে গেরুয়া শিবিরের প্রার্থী থাকলেও তারা ভোট বয়কট করায় কার্যত বিরোধী শূন্য হল এই পৌরসভা ৷ বামেরা আগেই ভোট বয়কটের কথা জানিয়েছেন ৷ দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এপ্রসঙ্গে বলেন, "দিনহাটা পৌরসভায় এমনটা হবে এটা সবারই জানা ছিল । বিরোধী বাম ও বিজেপির লোক না থাকায় তারা প্রার্থী দিতে পারবে না এটা জানা কথা । আমাদের লক্ষ্য ছিল 16-0 । অধিকাংশ আসনেই তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে । বাকি আসনগুলিতে দেখা যাক কি হয় ।"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details