Udayan Slams Dilip : প্রচারে এলে দিলীপ ঘোষকে ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান উদয়নের - উদয়ন গুহ কটাক্ষ করেন দিলীপ ঘোষকে
"আপনারা রেশন থেকে পাওয়া যে চাল খান, দিলীপ ঘোষ বলেছিলেন সেই চাল খাবারের অনুপযুক্ত ৷ ওই চাল নাকি গরু-ছাগলে খায় ৷ তার মানে পরোক্ষভাবে আপনাদের গরু-ছাগল বলেছন উনি ৷ তাই তুফানগঞ্জে এসে বাড়ি বাড়ি গিয়ে যদি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে তাহলে দিলীপ ঘোষকে ঝাঁটা নিয়ে তাড়া করবেন (Udayan Guha Criticises Dilip Ghosh) ৷" রবিবার এক কর্মীসভায় এমনই নিদান দিলেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Slams Dilip) ।
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST