Bank Manager Arrests : কোটি টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার - UCO bank manager arrests at Bhadreshwar in money embezzlement
কোটি টাকারও বেশি তছরুপের অভিযোগ ৷ গ্রেফতার ইউকো ব্যাংক ভদ্রেশ্বর শাখার ম্যানেজার সৌমিত্র মির্দ্দা (UCO bank manager arrests at Bhadreshwar in money laundering)। গ্রেফতার ম্যানেজারের সহযোগী সৌরভ বিশ্বাসও। বেশ কিছুদিন ধরেই ইউকো ব্যাংক ভদ্রেশ্বর শাখায় গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগ সামনে আসছিল। সপ্তাহখানেক আগে ইউকো ব্যাংকের জোনাল অফিস থেকে ভদ্রেশ্বর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। গ্রাহকদের ফিক্সড ডিপোজিট, বিভিন্ন স্কিমের টাকা ব্যাপকভাবে তছরুপ হয় বলে অভিযোগ । বিষয়টি নজরে আসতেই নিজেদের মত করে তদন্ত করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাসপেন্ড করা হয় ম্যানেজারকে। ভদ্রেশ্বর থানায় অভিযোগও দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, 1 কোটি 40 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ সামনে আসে। তদন্তে নেমে পুলিশ ম্যানেজারকে তাঁর বৈদ্যবাটির বাড়ি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে। শুক্রবার ধৃতকে চন্দননগর আদালতে পেশ করা হয়। ধৃতদের 8 দিনের হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED:
Bank Manager Arrests