Bengal students in ukraine: খারকিভ থেকে বাড়ি ফেরার আর্জি যমজ বোনের - two sisters of durgapur in ukraine
"তৃণমূল হোক, বিজেপি ৷ কিংবা সিপিএম নেতাদের পায়ে ধরে আমাদের উদ্ধার করতে বলো মা" যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে খারকিভে আটকে থাকা যমজ বোনের আকুতি মাতৃভূমিতে ফেরার জন্য ৷ যুদ্ধের অষ্টম দিনেও ইউক্রেনের খারকিভ শহরের বাকশাল স্টেশনে আটকে দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডের রাতুড়িয়া এলাকার যমজ দুই বোন রুমকি এবং ঝুমকি গঙ্গোপাধ্যায় (Bengal students in ukraine)। সেখানে চরম উৎকণ্ঠায় আতঙ্কের মধ্যে তাঁরা রয়েছে। সুস্থভাবে যেন মেয়েরা বাড়ি ফিরে আসে সরকারের কাছে করুণ আর্তি দুশ্চিন্তায় থাকা পরিবার-পরিজনের। বাবা জানান, বুধবার রাত্রিতে শেষবারের মতো কথা হয়েছে মেয়েদের সঙ্গে। তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST