Students Return from Ukraine : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরলেন বারুইপুরের 2 ডাক্তারি পড়ুয়া - Two Medical Students Return from Ukraine in Baruipur
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়িতে ফিরলেন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের দুই ডাক্তারি পড়ুয়া (Two Medical Students Return from Ukraine in Baruipur) সৈয়দ মুস্তাকিন আহমেদ এবং রায়না রুবাইয়া ৷ 2019 সালে ডাক্তারি পড়ার জন্য কিভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি । সৈয়দ মুস্তাকিন আহমেদ মেডিক্যালের চতুর্থ বর্ষের ছাত্র ৷ ইউক্রেনে যুদ্ধের কারণে প্রাণ হাতে নিয়ে দেশে ফিরলেও, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন তিনি ৷ সৈয়দ মুস্তাকিন বলেন, ‘‘ইউক্রেনে যা পরিস্থিতি, তাতে আর পড়াশোনার মতো পরিবেশ থাকবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ৷’’ তাঁর মেডিক্যাল কোর্স শেষ হতে আর 2 বছর বাকি ছিল ৷ এই পরিস্থিতিতে পড়াশোনা শেষ না হলে ডাক্তার হওয়ার স্বপ্নের কী হবে, সেই চিন্তা ভাবাচ্ছে মুস্তাকিনকে ৷ এক পরিস্থিতি ইউক্রেন থেকে ফেরা বারুইপুরের বাসিন্দা রায়না রুবাইয়ার ৷ তিনি কিভ মেডিক্যাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Students Return from Ukraine