Toto Drivers Protest At Siliguri : নিষেধাজ্ঞার প্রতিবাদে মেয়র গৌতম দেবের বাড়িও ঘেরাও করে বিক্ষোভ টোটোচালকদের - ঘেরাও মেয়র গৌতম দেবের বাড়ি
শিলিগুড়ি শহরে রেজিস্ট্রেশনবিহীন টোটো বা ই-রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করতেই বিক্ষোভ একাধিক জায়গায়। ক্ষুব্ধ টোটোচালকরা অন্যান্য টোটো থেকে যাত্রীদের নামিয়ে দেন (Harassment By Toto Drivers)। এমনকি শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) মেয়র গৌতম দেবের বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী। টোটোচালকদের অভিযোগ, নম্বর না থাকা টোটোচালকরা জাতীয় সড়ক বা শহরের প্রধান সড়কে চলাচল করে না। তারপরেও পুলিশ নম্বরবিহীন টোটো কেন বন্ধ করছে। তাঁদের দাবি, অন্যান্য রাস্তায় যেন টোটো চালানোর অনুমতি দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে একাধিক ই-রিক্সা চালককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় মুখ খুলতে চাননি গৌতম দেব।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST