পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

GEN Y on Satyajit Ray : জেনারেশন ওয়াইয়ের চোখে সত্যজিৎ রায় - KIFF 2022

By

Published : May 2, 2022, 10:08 AM IST

Updated : May 2, 2022, 10:21 AM IST

আজ বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক তথা লেখক সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী (101th Birth Anniversary of Satyajit Ray )। সত্যজিৎ রায় যেন বাঙালি আবালবৃদ্ধবনিতার নিজের সম্পত্তি । বাঙালির ছোটবেলার গল্পের বই মানেই তাঁর সৃষ্ট কোনও না কোনও চরিত্র, তা সে ফেলুদাই হোক বা প্রফেসর শঙ্কু ৷ আবার ছবির জগতে 'নায়ক', 'অশনি সংকেত', 'আগন্তুক'-এর মত কাজগুলি আজও রয়ে গেছে সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় ৷ সঙ্গে 'সোনার কেল্লা', 'জয় বাবা ফেলুনাথ', 'গুপি গাইন বাঘা বাইন' আর আইকনিক অপু ট্রিলজি তো আছেই ৷ চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণেও দেখা মিলল জনকয়েক তরুণ তুর্কির । যাঁরা ব্যক্ত করলেন তাঁদের সত্যজিৎ প্রেমের কথা ।
Last Updated : May 2, 2022, 10:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details