পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jesus Worship at Ramakrishna Mission: খ্রিস্টের আরাধনা আসানসোল রামকৃষ্ণ মিশনে - Jesus Worship at Ramakrishna Mission

By

Published : Dec 25, 2021, 9:21 AM IST

ক্রিসমাসের প্রাক্কালে প্রভু যীশুর আরাধনায় মাতল আসানসোল রামকৃষ্ণ মিশন (Worship of Jesus at Asansol Ramakrishna Mission) ৷ অংশ নিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শুরু করে মিশনের দীক্ষিত ভক্তকুল। প্রতিবছরের মতো এবছরও আসানসোল রামকৃষ্ণ মিশনে বড়দিনের আগেরদিন সন্ধেয় প্রভু যীশুর প্রার্থনা সভা এবং ক্য়ারলের আয়োজন করা হয়। প্রতি বছর এই বিশেষ দিনটিতে আরাধনার আয়োজন করে থাকে রামকৃষ্ণ মিশন। যদিও কোভিড পরিস্থিতির কারণে অনুষ্ঠানের পরিধি কমেছে। তবে আন্তরিকতায় কোনও কমতি ছিল না।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details