পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Workers Protest in Malda : মালদায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ - Workers protest at Indian Oil Corporation

By

Published : May 31, 2022, 8:11 PM IST

খাতায় কলমে 47 জন শ্রমিক থাকলেও প্ল্যান্টের রেজিস্টারে দেখানো হচ্ছে 35 জনকে। বেতনও মিলছে না নির্দিষ্ট সময়ে। সময়ে বেতন না-পেয়ে সম্প্রতি এক শ্রমিক অভাবের তারনায় আত্মঘাতীও হয়েছেন ৷ কিন্তু প্ল্যান্টের কর্তারা কেউ এখনও পর্যন্ত মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করেননি ৷ সঠিক সময়ে বেতন প্রদান-সহ একাধিক দাবি নিয়েই মঙ্গলবার পুরাতন মালদার নারায়ণপুরে ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্ল্যান্টে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান চুক্তিভিত্তিক শ্রমিকরা (Workers Protest at Indian Oil Corporation plant)। বিক্ষোভের খবর গিয়ে পৌঁছয় পুলিশের কাছে ৷ শেষমেশ পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাদু'য়েক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারী শ্রমিকরা ফের কাজে যোগ দিয়েছেন বলে খবর ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details