Worker Agitation : 100 দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে আন্দোলন - 100 দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে আন্দোলন শ্রমিকদের
100 দিনের কাজের বকেয়া মজুরির দাবি ও এই প্রকল্প পুনরায় চালু করার দাবিতে পথে নামল জেলার কুড়িটি ব্লকের শ্রমিক শ্রেণির মানুষ (Worker Agitation)। শুক্রবার পুরুলিয়া শহরের জুবলি ময়দানে মানুষ পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির ব্যানারতলে জমায়েত হয়ে শহরের মিছিল করেন তাঁরা । পরে জেলাশাসক দফতরের বাইরে, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ি ও জেলা পরিষদের সামনেও বিক্ষোভ আন্দোলনে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির ব্যানার তোলে পুরুলিয়ার শ্রমিকরা । জেলাশাসক অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা । আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনে সাধারণ মানুষ সমস্যায় ভুগছেন । জেলায় জেলায় একশো দিনের কাজের প্রকল্প প্রায় বন্ধ, কোটি কোটি টাকা মজুরি বকেয়া পড়ে রয়েছে । এরই প্রতিবাদে বকেয়া মজুরি প্রদান এবং পুনরায় প্রকল্প চালুর দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন জেলার শ্রমিক শ্রেণির মানুষ ।