পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Santipur Woman Stabbed : 100 টাকা দিতে দেরি, বাড়িতে ঢুকে মহিলাকে কোপাল দুষ্কৃতীরা - Santipur Woman Stabbed

By

Published : May 20, 2022, 8:35 PM IST

মাত্র 100 টাকা দিতে দেরি হওয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব (Santipur Woman Stabbed) । ধারাল অস্ত্র দিয়ে এক মহিলাকে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, এছাড়াও বাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠেছে । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের কলেজ মোড় এনএস রোড এলাকায় । অভিযোগ বৃহস্পতিার গভীর রাতে ওই এলাকার বাসিন্দা মমতা চক্রবর্তীর বাড়িতে হঠাৎই চড়াও হয় একদল দুষ্কৃতী ৷ ঘরের ভিতরে ঢুকে তাণ্ডব চালায় তারা । তিনি আটকাতে গেলে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে দুষ্কৃতীরা । এরপর চেঁচামেচি করতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় দুস্কৃতীর দল । রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় মহিলাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details