বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে - হুগলি গাছ কাটা
সরকারি জায়গায় বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগ উঠল স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে । ঘটনাটি পাণ্ডুয়া থানার ধামাসিন গ্রাম পঞ্চায়েতের ছোট সরসা স্বাস্থ্য উপকেন্দ্রের । অভিযোগ উঠেছে স্বাস্থ্যকর্মী আরতি ঘোষের বিরুদ্ধে । শুধু তাই নয়, এই অঞ্চলের পঞ্চায়েত সদস্য নয়ন বাউল দাসের বিরুদ্ধেও পাণ্ডুয়া থানায় অভিযোগ হয় । বিনা টেন্ডারে পঞ্চায়েত ও বন দপ্তরের অনুমতি ছাড়াই মোট ছ'টি গাছ কেটে ফেলা হয়েছে ৷ 6000 টাকায় গাছ বিক্রিও করা হয়েছে বলে জানা গেছে ৷