পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Anirban Ganguly : 21 জুলাইয়ের আগে সিবিআই ডাকলে অনুব্রত সুস্থ থাকবেন তো? বললেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় - Anirban Ganguly Comments on Anubrata Mandal

By

Published : Jul 7, 2022, 9:54 PM IST

"21 জুলাইয়ের আগে অনুব্রত মণ্ডলকে সিবিআই ডাকলে উনি সুস্থ থাকবেন তো ?"। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনভাবেই কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly Comments on Anubrata Mandal) । তিনি আরও বলেন, "এবারের একুশে জুলাইয়ের সভা খুব গুরুত্বপূর্ণ । মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে বলছেন ৷ একজন জনপ্রতিনিধি হিসাবে কীভাবে একথা বলেন ?" অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, "20 জুলাই যদি আবার সিবিআই ডাকে কী করবেন উনি, তখন আবার অসুস্থ হয়ে পড়বেন না তো উনি ? 21 জুলাই তো কানে বন্দুক ঠেকিয়ে লোক নিয়ে যায় তৃণমূল । 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল দলে থাকবে তো? প্রার্থী দেওয়ার বিষয়ে পরে বলবেন । ওনার কী হয় সেটা আগে দেখুন ।"

ABOUT THE AUTHOR

...view details