পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mayapur ISKCON Rathayatra 2022 : পুরী থেকে বলরামের রথের চাকা এসে পৌঁছল মায়াপুর ইসকনে - পুরী থেকে বলরামের রথের চাকা এসে পৌঁছল মায়াপুর ইসকনে

By

Published : Jun 24, 2022, 8:32 PM IST

রথযাত্রার বাকি আর মাত্র সাতদিন ৷ তার আগেই পুরীর জগন্নাথ মন্দির থেকে বলদেবের রথের চাকা-সহ অন্যান্য বেশ কিছু জিনিস এসে পৌঁছল মায়াপুরের ইসকন মন্দিরে(Wheel of Baladevs Rath from Puri reach Mayapur ISKCON)৷ যে সমস্ত পুণ্যার্থীরা পুরী যেতে পারছেন না, তাঁরা মায়াপুরে এসে বলদেবের রথের চাকা দর্শন ও স্পর্শ করতে পারবেন ৷ প্রতিবছর জগন্নাথ দেবের রথ উৎসব উপলক্ষে নতুন রথ তৈরি করা হয় পুরী ধামে এবং পুরনো রথের চাকা বহু মূল্যের বিনিময়ে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয় । সেখান থেকেই লক্ষাধিক অর্থ ব্যয় করে পবিত্র এই রথের চাকা শুধুমাত্র দর্শনার্থীদের কথা মাথায় রেখে সুদূর পুরীধাম থেকে নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরে(Mayapur ISKCON Rathayatra 2022)নিয়ে আসা হয়েছে বলে জানান মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ ৷

ABOUT THE AUTHOR

...view details