পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

প্রধানমন্ত্রীকে একহাত মলয়ের - তৃণমূল নেতা মলয় ঘটকের

By

Published : Feb 20, 2021, 9:33 PM IST

"বড় বড় দাড়ি রেখে রবীন্দ্রনাথকে নকল করা শুরু করেছেন ।" আজ জয়পুরের আরবিবি হাইস্কুল ময়দানে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরোধিতায় হওয়া তৃণমূলের এক জনসভা এই মন্তব্য করেন মলয় ঘটক। বলেন, "নরেন্দ্র মোদি বাংলায় আসবেন । প্রথমবার বলেছিলেন চাওয়ালা, দ্বিতীয়বার বলেছিলেন চৌকিদার, তৃতীয়বার রবীন্দ্রনাথ সেজে বাংলার মানুষের ভোট চাইতে আসবেন । তার জন্য বড় বড় দাড়ি রেখে রবীন্দ্রনাথকে নকল করা শুরু করেছেন । এইসমস্ত বহুরূপী, লুটেরা, ধাপ্পাবাজদের চিনতে হবে । দেশ ও পশ্চিমবঙ্গকে এদের হাত থেকে বাঁচাতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details