পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পেটপুজোতে কি ভরবে ভোটবাক্স ! - শ্রমজীবী ক্যান্টিন

By

Published : Feb 17, 2021, 4:55 PM IST

Updated : Feb 18, 2021, 9:21 AM IST

মা রান্নাঘর ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন প্রজেক্ট ৷ যেখানে মাত্র 5 টাকায় মিলবে পেট ভরে ডিম-ভাত ৷ ভোটের মুখে ইতিমধ্যে ব্যাপক হৈ চৈ ফেলেছে মা-এর রান্নাঘর ৷ তবে এই প্রজেক্টের সঙ্গে হুবহু মিল আছে তামিলনাড়ুর জয়ললিতার আম্মা ক্যান্টিনের ৷ সেখানেও মাত্র 5 টাকায় পাওয়া যায় পেট ভরে খাবার ৷ তবে এই মা-এর রান্নাঘরে ভর করে আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী কি পার করতে পারবে তৃণমূল ? এই বিষয়ে তাঁদের প্রতিপক্ষ কিন্তু সরাসরি বিজেপি নয় ৷ বামফ্রন্টের তরফেও এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল লকডাউনের সময় থেকেই ৷ শ্রমজীবী ক্যান্টিনের নামে সেই প্রকল্পও চলছে অনেকদিন ধরেই ৷ তাই এখন দেখার কার ক্যান্টিন টেক্কা দেয় কাকে ?
Last Updated : Feb 18, 2021, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details