পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিজেপি নিজেদের রথে হামলা করে প্রচারে আসার চেষ্টা করছে : জ্যোতিপ্রিয় - খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

By

Published : Feb 20, 2021, 7:55 PM IST

মিনাখাঁয় দিলীপ ঘোষের রথে হামলা বিজেপিই করেছে । শনিবার হাবড়ায় এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘‘বিজেপির মিটিং মিছিলে মানুষ যেতে চাইছে না। তাই রথযাত্রায় নিজেদের কর্মী দিয়ে ইট মেরে প্রচারে আসতে চাইছে বিজেপি ।’’ আজ বিকেলে উত্তর 24 পরগনার হাবড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকায় জমির পাট্টা বিলির অনুষ্ঠানে এসে আসেন খাদ্যমন্ত্রী । সেখানে মিনাখাঁর হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘বিজেপির সমস্ত মিছিল থেকে মানুষ পালিয়ে যাচ্ছে। মানুষ শুনতে চাইছে যে উন্নয়নের কী কাজ হয়েছে ।’’ পাশাপাশি বিজেপি নেত্রী পামেলার গ্রেপ্তারি প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘উনি তো নিজেই বলছেন, বিজেপি নেতারা তাঁকে ফাঁসিয়েছেন। বিজেপির নেতারা একে অপরকে ফাঁসানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন ।’’

ABOUT THE AUTHOR

...view details