পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"মর্নিং শোজ় দ্য ডে, বিধানসভায় আমরাই ক্ষমতা দখল করছি" - BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়

By

Published : Nov 25, 2020, 11:51 AM IST

BJP-র চা-চক্রে কর্মী-সমর্থকদের ভিড় ৷ আর তা দেখে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের বললেন, "মর্নিং শোজ় দ্য ডে । আগামী বিধানসভায় আমরাই ক্ষমতা দখল করছি ৷ শুধু তাই নয়, আসানসোলের সবক'টি বিধানসভা আমাদের দখলেই থাকবে ।" আজ সকালে আসানসোলের কোর্ট মোড় এলাকায় চা চক্রে যোগ দেন BJP-র রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন BJP- র জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই ও জেলার অন্য নেতারা । এদিন প্রচুর কর্মী-সমর্থক চা চক্রে যোগ দেন। মহিলা সদস্যদেরও একটা বিরাট অংশ চা চক্রে যোগ দিয়েছিলেন । আর তাঁদের দেখে উৎসাহিত রাজু বললেন, আগামী বিধানসভা তাঁদের দখলেই হবে।

ABOUT THE AUTHOR

...view details