পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Water Crisis On Summer: গ্রীষ্মে পুরুলিয়ায় তীব্র জল সংকট - গ্রীষ্মে তীব্র জল সংকটে পুরুলিয়া

By

Published : May 17, 2022, 6:34 PM IST

গ্রীষ্মের দাবদাহ অব্যাহত ৷ তারমধ্যে প্রবল জল সংকটে প্রাণ ওষ্ঠাগত পুরুলিয়াবাসীর ৷ তবে এই সমস্যা আজকের নয়, দীর্ঘ দিন ধরেই জলকষ্টে ভুগছেন নদীয়াড়া মুদীপাড়া বাসিন্দারা ৷ প্রখর গ্রীষ্মেও প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে জল আনতে হয় এলাকাবাসীকে ৷ মুদিপাড়ায় যে কয়েকটি নলকূপ রয়েছে সেগুলোর মধ্যে কোনোটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে, আবার কোনওটি থেকে পানের অযোগ্য জল বেরোয় । এছাড়াও গ্রীষ্মের সময় জলস্তর মাটির অনেকটা নিচে নেমে যাওয়ায় নলকূপ থেকে জল বের হয় না বললেই চলে । তাই গ্রামবাসীরা নিজেদের পাড়ায় ট্যাংক বসানোর দাবি জানিয়েছেন । কিন্তু এই সমস্যা কবে দূর হয় সেদিকেই এখন তাকিয়ে এলাকাবাসীরা । বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যের কাছে আবেদন জানিয়ে এলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের (Water Crisis On Summer)।

ABOUT THE AUTHOR

...view details