পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Vulgar Dance: ছাত্রছাত্রীদের চটুল নাচের ভিডিয়ো ভাইরাল - ছাত্রছাত্রীরা একসঙ্গে ভোজপুরী গানে নাচছে

By

Published : Sep 3, 2022, 11:06 PM IST

দক্ষিণ দিনাজপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের চটুল নাচের ভিডিয়ো ভাইরাল (Vulgar Dance Video Viral) ৷ ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা একসঙ্গে ভোজপুরী গানে নাচছে, পরনে রয়েছে স্কুলের ড্রেস (Vulgar Dance of School Students) ৷ ভিডিয়ো ভাইরাল হতেই স্কুলের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায় জানিয়েছেন, স্কুলের সম্মান হানি হয়েছে। পাশাপাশি পরিচালন সমিতির মিটিং ডেকে স্কুলে মোবাইল আনা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, স্কুলে দ্বাদশ শ্রেণির কোনও এক ছাত্রীর জন্মদিন উপলক্ষে প্রথমে কেক কাটা হয় এবং তারপরেই ভোজপুরী গান চালিয়ে চটুল নাচে মত্ত হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। জন্মদিনের কথা পুরোপুরি অস্বীকার করেছেন প্রধান শিক্ষক, তাঁর দাবি এ ঘটনা অন্য কোনও দিনের ৷ শনিবার স্কুলে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মানিক রায় ৷ তিনি জানান, আগামিদিনে এই ধরনের ঘটনা যাতে স্কুল প্রাঙ্গণে না ঘটে তার ব্যবস্থা করা হবে।

ABOUT THE AUTHOR

...view details