Visit of Chief Minister to Purulia : মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর ঘিরে প্রশাসনিক মহলে ব্যস্ততা তুঙ্গে - visit of chief minister to purulia is busy in the administrative circles
একুশের বিধনসভা নির্বাচনের পর প্রথমবার দুই দিনের পুরুলিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Ministers visit to Purulia)। চলতি মাসের 30 ও 31 তারিখ পুরুলিয়ায় প্রশাসনিক মিটিং ও কর্মীসভায় উপস্থিত থাকবেন তিনি । 30 তারিখ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হবে পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে । অন্যদিকে 31 তারিখ পুরুলিয়া শহরের অদূরে শিমুলিয়ার ব্যাটারি গ্রাউন্ড ময়দানে কর্মিসভা অনুষ্ঠিত হবে । নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । তারই প্রস্তুতি নিয়ে বুধবার জেলাশাসক কার্যালয়ে পর্যায়ক্রমে বৈঠক করলেন জেলাশাসক রাহুল মজুমদার ।