বালুচিস্তান ও PoK নিয়ে অখণ্ড ভারত হবে, পোস্টার ইসলামাবাদের রাস্তায় - Article 370 scrapped
বালুচিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে অখণ্ড ভারত হবে ৷ ইসলামাবাদের রাস্তায় এরকম একাধিক পোস্টার পড়েছে ৷ এনিয়ে সোশাল মিডিয়ায় পাকিস্তানের এক যুবকের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেই যুবক বলে, "দেশ হিসেবে কোথায় যাচ্ছি আমরা ? আমাদের শহরেই, আমাদের চোখের সামনে ভারতীয়রা নিজেদের পোস্টার লাগাচ্ছে ৷ আর আমরা চোখ বন্ধ করে আছি ৷" বিশেষ দ্রষ্টব্য : এটি একটি ভাইরাল ভিডিয়ো ৷ এর সতত্য যাচাই করেনি ETV ভারত ৷
Last Updated : Aug 7, 2019, 9:51 PM IST