পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Video of Royal Bengal Cubs : 4 রয়্যাল বেঙ্গল শাবকের ভিডিয়ো প্রকাশ করল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ - Video of Royal Bengal Cubs

By

Published : May 7, 2022, 1:20 PM IST

অবশেষে প্রকাশ্যে এল রয়্যাল বেঙ্গল শিলার চার শাবকের ভিডিয়ো (Video of Four Royal Bengal Cubs Posted by Bengal Safari Park) ৷ 14 মার্চ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পাঁচ শাবকের জন্ম দেয় রয়্যাল বেঙ্গল টাইগার শিলা ও বিভান দম্পতি। এর পরে অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয় এক শাবকের ৷ তার পরেই বাকি চার শাবকের জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ৷ শনিবার সকালে শিলার সঙ্গে প্রকাশ্যে আসে ওই চার শাবকের খেলার ভিডিয়ো ৷ চারটি শাবকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ ৷ তবে, এখনই ওই শাবকদের পর্যটকদের সামনে আনা হচ্ছে না ৷ আরও দু’মাস পর পর্যটকদের সামনে আনা হতে পারে ওই শাবকদের ৷ তবে শাবকদের খেলার ছবি মন কেড়েছে সকলের ৷ আগামীতে ওই চার শাবকই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হতে চলেছে বলে মনে করছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details