পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bratya Basu: 'চাকরি পাবে শুধু তৃণমূলের ছেলেরা' ! ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্কে ব্রাত্য - Bratya Basu

By

Published : Jul 28, 2022, 6:36 PM IST

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে । অন্যদিকে শিল্পমন্ত্রীর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাটে মিলছে টাকার পাহাড় । এসবের মাঝেই ভাইরাল দুই বিতর্কিত ভিডিয়ো । একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন, "তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে ৷ তবে কখন পাবে কীভাবে পাবে সেটা বলব না।” আরেক ভিডিয়োতে দেখা গিয়েছে ব্রাত্য 'ঘনিষ্ঠ' তৃণমূল নেতা রাজু সেন শর্মাকে ৷ দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বলতে শোনা গিয়েছে, “দাদা (ব্রাত্য বসু) প্রাইমারিতে আমাদের ছেলেদের চাকরি দিয়েছে ৷ আমরা যা বলেছিলাম তার কয়েক গুণ বেশি দিয়েছে (Video of Bratya Basu goes viral)।” যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

ABOUT THE AUTHOR

...view details