পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Video Message of Mamata Banerjee: 21'র জনসভার আগে মমতার বার্তা, শৃঙ্খলা বজায় রেখে শহিদ সমাবেশে যোগ দিতে আহ্বান - Mamata Banerjee

By

Published : Jul 20, 2022, 4:56 PM IST

21শে জুলাইয়ের শহিদ দিবসের আগে তৃণমূল নেতা, কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে ভিডিয়ো বার্তা দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Video Message of Mamata Banerjee for TMC Leaders and Workers Ahead of 21st July Rally) ৷ সকলকে শহিদ দিবসের জনসভায় উপস্থিত থাকতে আহ্বান জানালেন মমতা ৷ সেই সঙ্গে শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে, তাও নিশ্চিত করতে বললেন তিনি ৷ সব জেলা থেকে আসা তৃণমূলের নেতা-কর্মীদের পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ করেন তিনি ৷ সেই সঙ্গে তৃণমূলের শহিদ দিবসের আবেগও মমতার এই ভিডিয়ো বার্তায় উঠে এসেছে ৷

ABOUT THE AUTHOR

...view details