কোরোনা যোদ্ধাদের সম্মানে দেশাত্মবোধক গান ITBP-র - Independence Day 2020
স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-এর হেড কনস্টবল অর্জুন খেরিয়াল ও কনস্টেবল শোভন বন্দ্যোপাধ্যায় একটি দেশাত্মবোধক গান গেয়ে দেশের সমস্ত নাগরিককে শ্রদ্ধা জানান ৷ বিশেষত কোরোনা পরিস্থিতিতে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করছেন যে সকল ডাক্তার, নার্স, বিভিন্ন স্বাস্থ্যকর্মী ও পুলিশ তাঁদের উদ্দেশে গান গেয়েছেন তাঁরা ৷ 5 মিনিট 40 সেকেন্ডের ওই ভিডিয়োটিতে আরও দেখানো হয় কতটা প্রতিকূল পরিস্থিতিতে থেকে জওয়ানরা দেশকে ক্রমাগত সুরক্ষিত রাখছে ৷