Upper Primary Job Aspirants Agitation : সল্টলেকে আপার প্রাইমারি হবু শিক্ষকদের বিক্ষোভ - Upper Primary Job Aspirants Shows Agitation at Saltlake
চাকরির দাবিতে ফের রাস্তায় নামলেন হবু শিক্ষকরা (Upper Primary Job Aspirants Agitation)। বুধবার সল্টলেকে ময়ূখ ভবনের সামনে বিক্ষোভে সামিল হন আপার প্রাইমারি টেট পাশ করা ট্রেনিং প্রাপ্ত হবু শিক্ষকরা (Upper Primary Job Aspirants Shows Agitation at Saltlake)। তাঁদের দাবি, পরীক্ষায় পাশ করার পরে দু'বার ট্রেনিং হয়ে গেলেও এখনও চাকরি পাননি । দ্রুত নিয়োগের দাবিতে এদিন আচার্য ভবনে ডেপুটেশন জমা দিয়ে তাঁরা জানান, দাবি না মানা হলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন ৷