75 Years of Independence আজাদি কা অমৃত মহোৎসবে তেরঙায় সাজল দেশের এই দুই জলাধার
স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে (75th Year of Independence Day of India) দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav) ৷ এই কর্মসূচিতে সামিল হল মহারাষ্ট্রের দু'টি ড্যামও ৷ তেরঙায় সেজে উঠেছে বৈতর্ণ ড্যাম এবং উজানী ড্যাম ৷